01713248557

হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর, কমতে পারে বিমানভাড়া

হজযাত্রীদের বিমানভাড়া কমানোর চেষ্টা করছে ধর্ম মন্ত্রণালয়। বিমানভাড়া চূড়ান্ত করে ৩০ অক্টোবর ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। ওই দিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত করা হবে। আজ সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমানভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। বিমানভাড়া নিয়ে উপদেষ্টা আরো বলেন, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনো একটু বিবেচনার বিষয় রয়েছে। বিমানভাড়া কমানোর জন্য কাজ করছি। অন্য বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস হজযাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।