হজে গিয়ে চাঁপাইয়ের জাহাঙ্গীর কবিরের মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৭ হাজার ৫৭৩ জন

129

সৌদি আরবে হজ করতে যাওয়া জাহাঙ্গীর কবির নামের এক বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১১ জুন মক্কায় তার মৃত্যু হয়। জাহাঙ্গীর কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫ নং ওয়ার্ড মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাহাঙ্গীর কবির ১১ জুন সৌদি আরবে মারা যান। এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন। এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২৬৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৩০৫ জন হজে গেছেন। এ পর্যন্ত ফ্লাইট সংখ্যা ১৯টি। এর মাঝে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের ৫টি এবং ফ্লাই নাসের ৩টি। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে ২০২২ সনের হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।