স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান তুলে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের পর আগেই মূল পর্ব নিশ্চিত করা নিগার সুলতানা জ্যোতির দল আজ সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা।