<meta property="og:image:width" content="310"/> <meta property="og:image:height" content="163"/> <meta property="og:image:type" content="image/jpeg"/> সৌদি আরবজুড়ে ভারী বৃষ্টি, ডুবে গেছে গাড়ি-রাস্তাঘাট - Radio Mahananda

সৌদি আরবজুড়ে ভারী বৃষ্টি, ডুবে গেছে গাড়ি-রাস্তাঘাট


সৌদি আরবজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার দেখা দিয়েছে। এতে বহু গাড়ি পুরোপুরি ডুবে গেছে এবং রাস্তার অনেক ক্ষতি হয়েছে। সেইসঙ্গে বন্ধ হয়েছে যান চলাচল। গতকাল গালফ নিউজের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মক্কা, মদিনা এবং অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত, প্রবল বাতাস ও বজ্রপাত হয়েছে। মক্কার ক্লক টাওয়ারের কাছেও ব্রজপাত হয়েছে। দেশটির ন্যাশনাল সিকিউরিটি অপারেশনস সেন্টার মক্কাতে আরও ভারী বৃষ্টপাতের সকর্তকতা জারি করেছে। আরও ভারী বৃষ্টিপাত হতে পারে- এ নিয়ে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।