<meta property="og:image:width" content="640"/> <meta property="og:image:height" content="358"/>  সৌদিতে এ পর্যন্ত বাংলাদেশি ১৫ হজযাত্রীর মৃত্যু - Radio Mahananda

সৌদিতে এ পর্যন্ত বাংলাদেশি ১৫ হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত ১৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন ও মদিনায় ৪ জন। আজ হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও, এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। এখন পর্যন্ত সর্বমোট ৭৯ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সৌদিতে আগামী ১৫ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।