সোনালী ব্যাংকের সঙ্গে সরকারি মহিলা কলেজের চুক্তি স্বাক্ষর

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সাথে সোনালী ব্যাংক পিএলসি’র করপোরেট অনলাইন পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কলেজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং সোনালী ব্যাংকের পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোর্শেদ ইমাম। আজ দুপুরে তারা এই স্বাক্ষর করেন। এসময় জানানো হয়, এখন থেকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ন্যূনতম / বিনা খরচে ভর্তি, ফরম পূরণ, সেশন চার্জসহ বিভিন্ন ফি’র অনলাইন পেমেন্ট সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড ব্যবহার করে সোনালী ব্যাংকের ‘সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি)’ অর্থাৎ একই ছাতার নিচের সেবা গ্রহণ করতে পারবেন।