01713248557

সোনামসজিদ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ১জন আটক

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ওমর ফারুক নামে এক জনকে আটক করেছে বিজিবি। আজ বিকেলে সোনামসজিদ সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে সোনামসজিদ সীমান্তের মেইন পিলার ১৮৬ এর নিকট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে নগদ বাংলাদেশি ২৮ হাজার ৫’শ টাকা, একটি ডেবিট কার্ড ও একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে আটক ওমর ফারুক বিজিবিকে জানায়, সে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের ৯নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভারতে পালিয়ে আত্মগোপনে যেতে চেয়েছিলেন। পরে তাকে শিবগঞ্জ থানায় তাকে হস্তান্তর করে বিজিবি।