01713248557

সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে আমাদানী পন্যবোঝাই ১৩৫ ভারতীয় ট্রাক

 

চাঁপাইনবাবগঞ্জে কারফিউ জারির ১৬তম দিন আগামীকাল সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৬ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম। তিনি জানান, জেলায় শান্তিপূর্ণভাবে কারফিউ বলবৎ রয়েছে। কারফিউ জারির পর এ পর্যন্ত জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে সোনামসজিদ স্থলবন্দরে আজ ৬৬টি পেঁয়াজ, ১টি কাঁচামরিচ ও ৬টি ডালসহ প্রবেশ করেছে ১৩৫টি আমদানী পণ্যবোঝাই ভারতীয় ট্রাক। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দরে আমদানী-রপ্তানী,পণ্য লোড-আনলোড ও দেশ ব্যাপী পরিবহন পরিস্থতি স্বাভাবিক রয়েছে।