01713248557

সোনামসজিদে ১৮ কেজি ইলিশ ও ভারতীয় ট্রাকসহ চালক আটক

শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন ইমিগ্রেশন চেকপোষ্টে বন্দরে আসা পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক পণ্য খালাসের পর পূণরায় ভারতে ফিরে যাবার সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ ওই  ট্রাকে করে চোরাচালানের চেষ্টাকালে বিজিবির তল্লাশীতে আটক হয়েছে। এ সময় মাছ ও  ট্রাকটি জব্দ করা হয় ও ট্রাক চালককে আটক করা হয়। আটক চালক ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চাণ্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে অলক মন্ডল। ৫৯বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, আজ সকালে  ইলিশ চোরাচালানের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ভারতীয় নাগরিককে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মাছগুলি কাষ্টমস এর মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানান তিনি।