<meta property="og:image:width" content="728"/> <meta property="og:image:height" content="410"/> সেরা আটে অস্ট্রেলিয়ার হুমকি, নাকি বাংলাদেশের চমক - Radio Mahananda

সেরা আটে অস্ট্রেলিয়ার হুমকি, নাকি বাংলাদেশের চমক

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষে এখন চলছে সেরা আটের লড়াই। এই পর্বে ওঠার আগেই কয়েকটি বড় দল বাড়ির পথ ধরেছে। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দলও বিদায় নিয়েছে। আবার প্রথমবারের মতো খেলতে আসা যুক্তরাষ্ট্র জাদু দেখিয়ে জায়গা করে নিয়েছে সেরা আটে। সেখানে রয়েছে লাল-সবুজের বাংলাদেশও। আগামীকাল সকাল সাড়ে ৬টায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সেরা আটে খেলেছিল বাংলাদেশ। ২০০৭ সালের পরে এবার দ্বিতীয় বারের মতো সেই পর্বে পা রেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।