সুজনের শিবগঞ্জ শাখার সভাপতি আকবর আলী আর নেই

শিবগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠক আলহাজ আকবর আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ দুপুরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুম আলহাজ আকবর আলী সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা এবং শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তার ভূমিকা এলাকাবাসীর মাঝে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শিবগঞ্জের মারকাজ মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজ এশার নামাজের পর শিবগঞ্জ পৌরসভা সংলগ্ন মারকাজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সেখানেই দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।