01713248557

সীমান্তবর্তী পদ্মার দূর্গম চরে র‌্যাবের অভিযান, আদা ও মরিচ গাছের নীচে ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে সীমান্তবর্তী পদ্মার দূর্গম চর এলাকা চাঁদপুরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৬০ গ্রাম হেরোইনসহ আলমগীর নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আলমগীর ওই এলাকার মঞ্জুর আলীর ছেলে। আজ সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মার চরে নিজ বসতবাড়িতে এক মাদক কারবারি বিক্রির জন্য মাদকদ্রব্য মজুদ রেখেছে এমন খবরে র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি নজরে রাখে। এরই ধারবাহিকতার গতকাল সন্ধ্যায় ওই মাদক কারবারি আলমগীরকে প্রথমে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বসত বাড়ির আঙ্গিনায় আবাদকৃত বেগুন ও মরিচ ক্ষেতের ভেতর মাটি খুঁড়ে ওই হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।