বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমা-ার ও সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আফতাব উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫) বছর । সোমবার সন্ধ্যা ৭টায় তিনি ঢাকার একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণ করেন। গোলাম রাব্বানীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার তিনি ব্যক্তিগত কাজে ঢাকা গিয়ে মগবাজারে সেভেন স্টার হোটেলে অবস্থান করছিলেন। দীর্ঘক্ষণ হোটেল কর্তৃপক্ষ তার কোন সাড়া শব্দ না পেয়ে রমনা থানা পুলিশকে খবর দিলে হোটেল কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ বের করে পুলিশ। বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার খালঘাট সেন্ট্রাল ঈদগাহে নামাজে জানাজা শেষে খালঘাট গোরস্থানে দাফন করা হবে।