সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টাইগার অলরাউন্ডারকে এ জরিমানা ধার্য করে। আজ বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেরণ করা হয়। মোনার্ক হোল্ডিংস ২০২১ সাল থেকে সাতটি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে পুঁজি বাজার থেকে ৪৬ কোটি ৮৬ লাখ টাকা তুলে নেয়ার অভিযোগে গত ৩ মাসে প্রতিষ্ঠানটিকে ১০ কোটি ৮৯ লাখ টাকা জরিমানা করা হয়। ৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ান ব্যাংক, ফরচুন সুজ ও এনআরবিসি ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় সাকিবের নাম পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-র তদন্ত কমিটি।