সাংবাদিক গোলাম কবিরের মায়ের দাফন সম্পন্ন

48

ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি ও রেডিও মহানন্দার উপজেলা প্রতিনিধি গোলাম কবিরের মা কহিনুর বেগম(৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ভোলাহাট পঞ্চনন্দপুর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে ১২ মে ব্রেন্টস্ট্রোক করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৮টায় পঞ্চনন্দপুর সরকারি গোরস্থানে মরহুমার জানাজার নামাজ শেষে মরদেহ দাফন করা হয়। মরহুমার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ছেলে গোলাম কবির। এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার মাগফিরাত কামনা করেছেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসসহ রেডিও মহানন্দা পরিবার।