সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু’র মা সাকেরা বেগমের দাফন সম্পন্ন
দৈনিক “চাঁপাই দর্পণ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুর মা সাকেরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত পোঁনে ২ টার দিকে বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
মরহুমা সাকেরা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মরহুম রফিকুল ইসলামের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে স্থানীয় মোহাম্মদপুর দাখিল মাদ্রসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব, সাংবাদিক, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
তাঁর পারিবারিক সূত্র জানায়, তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ, দানশীলা, অতিথিপরায়ণ, স্নেহময়ী ও গুণী নারী। প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষদের প্রতি তাঁর ছিল অগাধ মমতা। সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের সাহায্য করা, ধর্মীয় কাজকর্মে সক্রিয় অংশগ্রহণ এবং নারীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে তাঁর অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। পরিবারের প্রতি আন্তরিক ভালোবাসা ও সমাজের প্রতি দায়িত্বশীল মনোভাব তাঁকে করে তুলেছিল সকলের প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে শুধু পরিবার নয়, সমাজ হারালো একজন নিবেদিত প্রাণ মহীয়সী নারীকে।
মরহুমার সন্তান সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু জানান, পরিবারের কাছে তিনি ছিলেন নির্ভরতার স্তম্ভ। সন্তানদের প্রতি সীমাহীন মমতা আর ত্যাগ তাঁকে করে তুলেছিল অমূল্য। আমার জীবনের প্রতিটি ধাপে মায়ের দোয়া ছিল পথচলার মূল শক্তি। আজ সেই মায়ের ছায়া সরে যাওয়ায় ভেঙে পড়েছে পুরো পরিবার।
মরহুমার মৃত্যুতে “চাঁপাই দর্পণ” পরিবারসহ চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ও সামাজিক মহল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রেডিও মহানন্দা পরিবার।