সাংবাদিকদের সাথে গোমস্তাপুর থানার নবাগত ওসির মতবিনিময়

60

গোমস্তাপুর থানায় নতুন যোগদানকারী ওসি দিলীপ কুমার দাস স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ সকালে গোমস্তাপুর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মিজানুর রহমান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম আজম, আসাদুল্লাহ আহমদ, আল মামুন বিশ্বাস, নাহিদ ইসলাম, সারোয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনিসহ অন্যরা। মতবিনিময় সভায় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা কামনা করেন। নবাগত ওসি দিলীপ কুমার সম্প্রতি নাটোরের বড়াইগ্রাম থানা থেকে গোমস্তাপুর থানায় যোগদান করেন।