01713248557

সমতায় ফেরার সুযোগ না পেয়ে সিরিজ হাতছাড়া

পাকিস্তান শাহীনসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খুব বাজেভাবে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। ইসলামাবাদে ৮ উইকেটে ম্যাচ হেরেছিল তাওহীদ হৃদয়ের দল। পরের দুই ম্যাচে সিরিজের ফয়সালা হতো। কিন্তু বৃষ্টির বাগড়ায় প্রথমে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশ দলের জন্য ছিল সিরিজে সমতা ফেরানোর। কিন্তু তৃতীয় ম্যাচটিও গেছে বৃষ্টির পেটে। তাতে সিরিজ হাতছাড়া হলো সৌম্য, তাওহীদ, সাইফদের। ইসলামাবাদে বৃষ্টির বাগড়ায় এদিনও টস অনুষ্ঠিত হয়নি। মুষলধারে বৃষ্টির কারণে মাঠ থেকে কাভারও তুলতে পারেননি গ্রাউন্ডসম্যানরা। লম্বা সময় পর বাংলাদেশ ‘এ’ দল এই সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল। আগামীকাল বাংলাদেশ ‘এ’ দলের দেশে ফেরার কথা রয়েছে।