সদর উপজেলায় ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২

38

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া গোলচত্বর চেকপোস্টে ৪ হাজার পিস ইয়াবাসহ রশিদুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ীর আব্দুর রশিদরে ছেলে। ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, আজ বিকেলে বারঘরিয়া গোলচত্বরে প্রতিদিনের মতো অবৈধ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করার সময় মোটরসাইকেল চালক রশিদুল ইসলামকে সন্দেহ হয়। এ-সময় তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাসহ তাকে আটক করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এদিকে, সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর থানতলা এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেলসহ ১ জনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি বিশ্বাসতলা এলাকার ছাদেকুলের ছেলে সুকুদ্দি। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেলসহ তাকে আটক করে র‌্যাব সদস্যরা। এঘটনায় সদর থানায় ১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।