সদর উপজেলার হরিপুর থেকে অস্ত্রসহ ২ জন আটক করেছে র‌্যাব

313

সদর উপজেলার হরিপুর এলাকায় একটি পেট্টোল পাম্পের সামনে  থেকে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলো উপজেলার উপরাজারামপুর এলাকার কোরবান আলীর ছেলে ইয়াছিন আলী এবং ইউসুফ নগর পুলপাড়া এলাকার দেলখোশ আলীর ছেলে আব্দুর রহমান। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল হরিপুর এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছে থাকা ব্যাগ ও দেহ তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।