সংবর্ধনা পেল ঋদ্ধি ও রোজা

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ চাঁপাইনবাবগঞ্জের রোহিনী হাসান ঋদ্ধি ক বিভাগের গল্প বলায় প্রথম হওয়ায় এবং মালিহা মোস্তারী রোজা লোকসংগীতে সেরা দশে স্থান পাওয়ায় বাংলাদেশ শিশু অ্যাকাডেমি চাঁপাইনবাবগঞ্জ জেলা অফিস উভয়কে সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে শিশু অ্যাকাডেমির হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোন্নাফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও অনলাইন পত্রিকা চাঁপাই লাইভের সম্পাদক ন,স,ম, মাহবুবুর রহমান মিন্টু। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. গোলাম মোস্তফা, রোহিনী হাসান ঋদ্ধির মাতা সায়মা রওশন নূরী, মালিহা মোস্তারী রোজার মাতা আসমাউল হোসনা, অভিভাবক এ.এইচ.এম. রাজু, শিশু অ্যাকাডেমির নৃত্য প্রশিক্ষক সুমাইয়া চৌধুরী অরিন, চারুকলা প্রশিক্ষক আব্দুল্লাহ আল মুহাইমেন, সংগীত প্রশিক্ষক নুর ইসলাম ও আবৃত্তি প্রশিক্ষক কাব্য মোল্লাহ্। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ওমর ফারুক।
আলোচনা শেষে মুখ্য আলোচক ও অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। আলোচকবৃন্দ বলেন, প্রত্যেকটি শিশুরই মেধা রয়েছে, তবে উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা দিয়ে তাকে জাগিয়ে তুলতে হবে।