01713248557

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক গুলিতে নিহত

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক দামিকা নিরোশোনা গুলিতে নিহত হয়েছেন। আমবালাগোদায় নিজ বাসার বাইরে অজ্ঞাত এক ব্যক্তির গুলিতে মারা গেছেন ৪১ বয়সী সাবেক এই ক্রিকেটার। হত্যাকারীকে এখনো চিহ্নিত করা যায়নি। তবে ঘটনা তদন্ত ও ঘাতকে চিহ্নিত করতে শুরু করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। আমবালাগোদায় স্ত্রী ও দুই সন্তানসহ বাস করতেন দামিকা। লঙ্কান যুব দলে মাত্র ৪ বছর খেলেছেন এই ক্রিকেটার। ২০০০ সালে অভিষেক হওয়ার পর তার সংক্ষিপ্ত ক্যারিয়ার শেষ হয়ে যায় ২০০৪ সালে। ২০০২ সালে কয়েকদিনের জন্য লঙ্কানদের নেতৃত্বও দিয়েছেন দামিকা। তবে কখনো সিনিয়র দলে খেলেননি তিনি। দামিকার বেশ কয়েকজন সদস্য পরবর্তীতে শ্রীলঙ্কা দলের তারকা ক্রিকেটার বনেও গিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলো অ্যাঞ্জেলো ম্যাথিউজ, উপুল থারাঙ্গা ও ফারভেজ মাহারুফ।