<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> <meta property="og:image:type" content="image/jpeg"/> শ্রীলঙ্কায় ৭ উইকেটে জিতেছে বাংলাদেশের মেয়েরা - Radio Mahananda

শ্রীলঙ্কায় ৭ উইকেটে জিতেছে বাংলাদেশের মেয়েরা

এরপর ব্যাটারদের হাত ধরেই সহজেই এসেছে আরও এক জয়। আজ পি সারা ওভালে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হয় বাংলাদেশ ‘এ’ দল। ৭ উইকেটে জয় পেয়েছে সফরকারীরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান করে শ্রীলঙ্কা। ওই রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় লঙ্কানদের। উদ্বোধনী জুটিতে তারা পায় ৭২ রান। ৪০ বলে ২৭ রান করা নিতমি পুরনাকে ফেরান ফাহিমা। পরের সাত ওভারে স্রেফ ২৯ রান করেছে লঙ্কান মেয়েরা, হারিয়েছে ৬ উইকেট। শ্রীলঙ্কার পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার কৌশিকি নুথাওয়াঙ্গে। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১২ রান দিয়ে চার উইকেট পান ফাহিমা। একটি করে উইকেট পান রাবেয়া খান, জাহানারা আলম, রিতু মণি ও সুলতানা খাতুন। রান তাড়ায় নেমে দলের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন শামীমা সুলতানা। এছাড়া ৩১ বলে ২৮ রান আসে সুবহানা মোস্তারির ব্যাটে। ২২ বলে ২০ রান করেন ওপেনার সাথী রাণী।