শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ৬
দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন কমান্ডো ও ২ জন বিমানবাহিনীর গানার। হেলিকপ্টারটিতে মোটি ১২ জন আরোহী ছিলেন। শ্রীলঙ্কার সেনাবাহিনীর এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বেল ২১২ মডেলের হেলিকপ্টারটি রাজধানী কলম্বোর পূর্বে মাদুর” ওয়া এলাকায় এক প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল এবং ‘রোপ জাম্প’-এর প্রস্তুতি চলছিল। হেলিকপ্টারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে আছড়ে পড়ে। হেলিকপ্টারটিতে থাকা সেনারা একটি স্পেশাল ফোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ‘ফাস্ট-রোপিং’ সামরিক কৌশল দেখানোর কথা ছিল, যেখানে হেলিকপ্টারটি ছাদের সমান উচ্চতায় থেমে থেকে সেনারা দড়ি বেয়ে নেমে আসে।