শ্রীলঙ্কায় গেল ওয়ানডে দলে আরো ১০ জনের বহর
কলম্বোতে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের শেষ টেস্ট। এদিকে একই সময়ে ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের ১০ সদস্যের বহর। এই বহরে রয়েছেন তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়সহ স্কোয়াডের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। দলের কন্ডিশনিং কোচ নাথান কেলিও এই বহরে আছেন। গত ২৩ জুন ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। আগামী ২ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, আর সিরিজের শেষ ওয়ানডে হবে ৮ জুলাই পাল্লেকেলেতে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড (শ্রীলঙ্কা সিরিজ)-এ আছেন-মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।