শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে কোচ সাঈদ খোদারাহমির শিষ্যরা। ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ১২তম মিনিটে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে দল। এর কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করে শ্রীলঙ্কা। ০-২ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ১৮তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কৃষ্ণা রানী সরকারের সাথে দারুণ ওয়ান-টু-ওয়ান পাসিংয়ে দলের প্রথম গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে কৃষ্ণার চমৎকার কাটব্যাক থেকে সাবিনা আবারও লক্ষ্যভেদ করলে ২-২ সমতায় বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ। ২৮তম মিনিটে সাবিনার কর্নার থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান মাতসুশিমা সুমাইয়া, যা বাংলাদেশকে লিড এনে দেয়।ম্যাচের ৩৫তম মিনিটে সাবিনার পাস থেকে গোলমুখে আলতো টোকায় ব্যবধান ৪-২ করেন কৃষ্ণা।