শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা

60

শেষ পর্যন্ত ফিফা বিশ্বকাপের শিরোপা নিয়েই বাড়ি ফিরছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে অধিনায়ক মেসিকে হতাশ করেনি আর্জেন্টাইন সতীর্থরা। কাতার বিশ্বকাপ ফাইনালে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালের মঞ্চ যেন সাজানো ছিল শুধুমাত্র এ সময়ের বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্যই। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে তৃতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এটি ৩৫ বছর বয়সী মেসির শেষ বিশ^কাপ ও প্রথম শিরোপা। বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮ বছর আগে ফাইনালে গিয়েও মেসির হাতে বিশ্বকাপের শিরোপা উঠেনি। সেই স্বপ্ন আজ পূরণ হলো। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে উভয় দল একটি করে গোল করে । এতেই ম্যাচের ভাগ্য গড়ায় টাই ব্রেকারে। এমবাপ্পের হ্যাটট্রিকেও ফ্রান্সের শেষ রক্ষা হলোনা।

এদিকে, আর্জেন্টিনার হয়ে ফুটবল বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসি জানালেন, এখনই তিনি জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন না। আগের মতোই খেলা চালিয়ে যাবেন। টিওয়াইসি স্পোর্টসকে ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবেই আমি আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যেতে চাই। যদিও বিশ্বকাপে আর মেসিকে দেখা যাবে কিনা, সেই প্রশ্নের জবাবটা অনেকটা জানা হয়েই গেছে। তবে বিশ্বকাপ জয় করেই জাতীয় দলকে বিদায় বলছে না মেসি সেটা নিশ্চিতভাবেই তিনি জানিয়েছেন। চলতি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মেসি বিশ্বকাপের সাথে গোল্ডেন বলটাও নিজের করে নিয়েছেন।