শেষ চারের লড়াইয়ে এগিয়ে লিভারপুল

411

এমরে কানের দুর্দান্ত গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে খানিকটা এগিয়ে গেছে লিভারপুল।সোমবার রাতে ওয়াটফোর্ডের মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস লেইভার উঁচু করে বাড়ানো বল বাইসাইকেল কিকে জালে পাঠান এমরে কান।জার্মান এই মিডফিল্ডার ম্যাচ শেষে এরকম দুর্দান্ত গোল করার কথা ভাবতেই পারছিলেন না, “আমি কখনও এমন গোল করিনি। এটা আমার করা সেরা গোল।”একমাত্র গোলের এই জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ করে কম খেলা ম্যানচেস্টার সিটি ৬৬ ও ম্যানচেস্টার ইউনাইটেড ৬৫ পয়েন্ট নিয়ে আছে শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে। ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট পাওয়া আর্সেনালের সম্ভাবনাও টিকে আছে।ইয়ুর্গেন ক্লপের দল নিজেদের শেষ তিনটি ম্যাচ জিতলে অন্যদের উপর নির্ভর না করেই তিন মৌসুমের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে।
৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে চেলসি ও ৭৭ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে শিরোপা লড়াইয়ে।