শিবগঞ্জ সীমান্তে ২৮৪০ পিস ট্যাবলেট ও ৩০ বোতল সিরাপ জব্দ

শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ভারতীয় ২ হাজার ৮৪০ পিস টেনসিউইন ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ ডিএস্ক সিরাপ জব্দ হয়েছে। তবে অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল রাতে চকপাড়া বিওপির একটি টহল দল অভিযানটি চালায়। এসময় চোরকারবারিরা বিজিবির ধাওয়ায় ওইসব মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ। তিনি আরও বলেন, মহানন্দা ব্যাটালিয়ন আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তে বিগত ২ মাসের অভিযানে ২ হাজার বোতল ভারতীয় নেশার সিরাপ ও ২১ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ করেছে। তিনি আরও বলেন, সীমান্তে যে কোন চোরচালান ঠেকাতে বিজিবি তীব্র শীত সত্বেও টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে যা অব্যহত থাকবে।