শিবগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ জনকে আটকের পর ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরমান হোসেন। আজ বিকেলে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর-চামা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর চৌধুরী পাড়ার গাজলুর ছেলে শামীম হোসেন বদু ও শরৎনগর এলাকার আব্দুল মতিনের ছেলে সাদিকুল ইসলাম মন্টু। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরমান হোসেন জানান, প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে তাদের আটক ও সাজা প্রদান করা হয়। শিবগঞ্জ থানাপুলিশের এসআই তৌহিদুল ইসলামসহ একটি টিম অভিযানে সহায়তা করে।
এদিকে, সদর থানা পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী জানান, আজ সকালে বেহুলা এলাকা থেকে ১ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ১৭ হাজার ৩৫০ টাকাসহ গ্রেপ্তার হন আমিরুল। তার বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গোদাগাড়ী উপজেলার জৈঠা বটতলায় পুকুরের দক্ষিন পাশে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো- গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুন্ঠি এলাকার জামাল উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ও একরামুল হকের ছেলে তৈয়ব আলী। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার জৈঠা বটতলা এলাকায় অভিযান চালায়। এসময় ৪০০ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করে র্যাব-এর সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।