শিবগঞ্জ আস্তানা থেকে বের করে আনা হয়েছে নারী ও শিশুকে

704

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে জঙ্গি আস্তানা থেকে এক নারী ও শিশুকে বের করে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হলুদ শাড়ি পরা এক নারী ও ৫টা ২৫ মিনিটের দিকে এক শিশুকে বের করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। তারা দু’জনই জীবিত বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা। এর আগে সকাল থেকে মাইকে কয়েক দফা বলার পরও আত্মসমর্পণ না করায় বেলা সোয়া ৪টার দিকে ভেতরে থাকা দুই শিশুকে বের করে দেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে বুধবার সন্ধ্যায় শুরু হওয়া অপারেশন ঈগল হান্টের দ্বিতীয় দিন চলছে। বুধবার রাতে স্থগিত হওয়া অভিযান শুরু হয় বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার থেকে।অভিযান শুরুর পর সেখানে শোনা যায় মুহুর্মুহু গুলির শব্দ। ১০টা ৬ মিনিটে একবার বিকট বিস্ফোরণ ঘটে। দুপুর ১২টার দিকে শেষবারের মতো আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এছাড়াও বুধবার ভোর থেকে আস্তানা ঘিরে রাখার পরই আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর থেকেই অন্তত ২০টি পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে আবার কেউ কেউ একটু দূরের কোনো প্রতিবেশির বাড়িতে আশ্রয় নিয়েছেন।