শিবগঞ্জ উপজেলায় আমের ঝুড়িতে ২শ’ ৫০ বোতল ফেনসিডিল পাচারের সময় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জের একবরপুরের মৃত. খাকুর উদ্দিনের ছেলে বদিউর রহমান ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে তসিকুল ইসলাম। গত গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চককীর্তি ইউনিয়নের নতুন বাজার মোড়ে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাঁদের গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার উপপরিদর্শক এসআই শহীদুল ইসলাম জানান, ব্যাটারী চালিত রিক্সা ভ্যানে করে আমের ঝুড়ির মধ্যে ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।