শিবগঞ্জে ১ টি আমের মূল্য ৩০ হাজার টাকা

883

আমের রাজধানী নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ কালুপুরে মাত্র ১ টি হিমসাগর আম বিক্রি হলো নগদ মূল্য ৩০ হাজার টাকায় । আর তাও আবার অসময়ে । শনিবার সকালে ঈদুল আযহার নামাযের পর কালুপুর মধ্যপাড়া ঈদগাহ ময়দান আমবাগানের একটি গাছে ছুটে থাকা হিমসাগর আমটি ডাকে তোলেন ঈদগাহের ঈমাম  জনাব হাবিবুর রহমান । সরকারি মূল্য ৩০ হাজার টাকা ডাকা হলে ঈদগাহ কমিটির সেক্রেটারি রুহুল আমিন প্রথমে আমটি নিতে চান ১ শত টাকায় । এর কিছুক্ষনের মধ্যেই সোজা ২৪ হাজার টাকায় আমটি কিনতে চান এলাকার জোহাক মুলের ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেরুল ইসলাম । কিন্তু তাঁর সাথে প্রতিযোগিতা করে এলাকার ফজলুর রহমানের ছেলে জহির রায়হান ও ফজলু বিশ্বাসের ছেলে আব্দুল করিমসহ কয়েকজন যুবক মিলে আমটির দাম ৩০ হাজার টাকা বললে আমটি তাদের কাছেই বিক্রি করে দেয়া হয় । ১টি আমের মুল্য ৩০ হাজার টাকা হওয়ায় এলাকায় বেশ হৈ চৈ পড়ে  গেছে।