01713248557

শিবগঞ্জেযাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গাজীপুরে গ্রেপ্তার

শিবগঞ্জ থানায় ২০১৮ সালে দায়ের একটি মাদক (হেরোইন) মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মফিজ উদ্দিন মুস্তাফিজকে গাজীপুর মাহনগরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় কিছুদিন হাজতবাসের পর জামিন লাভ করে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত মুস্তাফিজ সেখানে একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড বেশে ৬ বছর যাবৎ পলাতক ছিলেন। তার অনুপস্থিতিতেই তার সাজা ঘোষনা করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৬টি মামলা রয়েছে। তিনি শিবগঞ্জের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের মৃত হাসান আলী হুয়েনের ছেলে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, গতকাল বিকেলে গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। আজ দুপুরে তাকে নাটোরের বিশেষ ক্ষমতা আইনের আরও একটি সহ দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।