শিবগঞ্জে মতবিনিময় ও সমন্বয় সভা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে নবাগত ইউএনও মো. আজাহার আলীর মতবিনিময় ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক ও সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সাদিকুল ইসলাম। সভায় শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।