শিবগঞ্জে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

82

শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে মাইনুল ইসলাম মানু নামে এক চালকের মৃত্যু হয়েছে। মৃত মাইনুল ইসলাম উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট চাকলা গ্রামের মাজেদ আলীর ছেলে। আজ দুপুরে কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাগল নিয়ে আড়গাড়াহাট চাকলা থেকে ছেড়ে আসা একটি ভুটভুটি মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর মাঝটোলার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে চালক মাইনুল ইসলাম ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।