শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এবং সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী মন্টু আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় দূর্লভপুর কেন্দ্রীয় গোরস্থানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জ উপজলোর সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ অন্যরা।