শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল

শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ১১টায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মনাকষা ইউনিযনের ১ নং ওয়ার্ডের চৌকা খড়িয়াল গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রখে গেছেন। আজ সন্ধ্যা ৬টার সময় নিজ গ্রামের আমবাগানে তাঁকে রাষ্ঠ্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা, মোয়াজ্জেম হোসেন মন্টু, ওয়ার্ড সদস্য কাজল আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাতে খড়িয়াল কেন্দ্রীয় গোরস্থানে জানাজা নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।