01713248557

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আরজেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে আরজেদ আলী নামে এক বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত আরজেদ আলী গতকাল দিবাগত ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। বীরমুক্তিযোদ্ধা আরজেদ আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারের মৃত মাজেদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল ৩টার দিকে নামাজে জানাযা শেষে মৃত্যু বীরমুক্তিযোদ্ধার প্রতি স্বসন্ত্র সালাম প্রদর্শন করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার-ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, অফিসার ইনচার্জ-তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সহ অন্যরা।