শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. আরাফাত জান্নাত আরবি
শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু করেছেন মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি। তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী’র পত্নী। জানা গেছে- প্রতি সপ্তাহে শনিবার ও রোববার শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে গাইনী ও ডায়াবেটিসসহ মেডিসিন সংক্রান্ত রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি। এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় খুশি সাধারণ রোগীরা। এদিকে শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, এখন থেকে শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।