01713248557

শিবগঞ্জে পাগলা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪

শিবগঞ্জে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৮০ বছরের বৃদ্ধা। জুমেরা বেগমের মরদেহ আজ দুপুর আড়াইটায় প্রায় ২৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এনায়েত বিশ্বাসের টোলা গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়ির অদূরে পাগলা নদীতে গোষল করতে নেমে নিখোঁজ হন ঐ বৃদ্ধা। স্থানীয়রা তাকে খুঁজে না পেলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থল তল্লাশী করে গতকাল তার সন্ধান পায়নি। পরে আজ দুপুরে তার মরদেহ নদীতে ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা। শিবগঞ্জ থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাস বলেন, পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে এবং প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরবর্তী আনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।