01713248557

শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিশরশিয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে আল আমিন নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই ওয়ার্ডের চর পশ্চিম পাঁকা গ্রামের টুটুলের ছেলে ও উত্তর পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। আজ বিকেল ৪টার দিকে বাড়ির অদূরে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় সাঁতার না জানা শিশুটি। খবর পেয়ে স্বজনরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। সংম্লিস্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও সদস্য রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।