শিবগঞ্জে পদ্মার চরে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু

শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পদ্মার চরাঞ্চল নিশিপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত জেসমিন ৩ শিশু সন্তানের মা এবং তিনি ওই গ্রামের রাজমিস্ত্রী সায়েম আলীর স্ত্রী। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মাটির বাড়ির বারান্দায় একটি ইঁদুরের গর্ত মাটি দিয়ে বন্ধ করার সময় ওই গর্তে থাকা গোখরা প্রজাতির সাপ গর্ত থেকে বেরিয়ে এসে জেসমিনের ডানপায়ের বুড়ো আঙ্গুলে কামড় দেয়। এসময় বাড়িতে থাকা তাঁর স্বামীসহ পরিবারের সদস্য ও প্রতিবেশিরা তাঁকে দ্রুত হাসপাতলে নিয়ে যাবার জন্য নিকটবর্তী নদীর ঘাটে নৌকায় তুলে নিয়ে যাবার সময় পথিমধ্যে জেসমিন মারা যায়। ঘটনার পর পরিবারের সদস্য ও প্রতিবেশিরা সাপটি গর্ত খুড়ে বের করে আহত করে আটকে রাখে এবং পরে সাপটির মৃত্যু হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাটি তদন্ত করা হয়েছে। বিষাক্ত সাপের কামড়ে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তা রাসেলস ভাইপার নয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।