শিবগঞ্জে ডিবি’র অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার ১
শিবগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ মো. পাইরুল ইসলাম (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামে এই অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দ জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামে অভিযান চালায়। অভিযানে ১ কেজি গাঁজা জব্দ করা হয় এবং মো. পাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।