01713248557

শিবগঞ্জে ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, সড়কে নেই যানজট

শিবগঞ্জে বিভিন্ন সড়কের শৃঙ্খলা ফেরাতে যানজট নিরসনের কাজ অব্যহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ বাজার, মনাকষা মোড়, আশা মোড়, কানসাট গোপানগর মোড়, মিলিক মোড়, শ্যামপুর-খাসেরহাট সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও স্কাউটসের সদস্যরা সড়কে দাঁড়িয়ে এ দায়িত্ব পালন করেন। পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় যান চলাচলে শৃঙ্খলার দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে শিক্ষার্থীদের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাসহ যানবাহনের যাত্রী ও চালকরা। এছাড়া বিভিন্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।