01713248557

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় এবং মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বাঁশবাড়িয়া বিলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার -ভূমি জুবায়ের হোসেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি ও মৎস্যচাষীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে মৎস্যচাষী ও মৎসজীবি পর্যায়ে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।