শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাব

শিবগঞ্জ থানার ৩নং দাইপুকুরিয়া ইউপির ৫নং ওয়াডের্র বারিকবাজার থেকে সোনা মসজিদ গামী একটি পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৯ গ্রাম অবৈধ গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি একই উপজেলার নলডুবি গ্রামের আবু সায়ীদের ছেলে ইমন। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ঐ এলাকায় রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন ব্যক্তি অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে ইমনের হাতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগের ভিতর রক্ষিত নীল রংয়ের পলিথিনে মোড়ানো গাঁজাগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত এবং ইমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।