শিবগঞ্জে ইয়াবাসহ আটক ৪

90

 

শিবগঞ্জ উপজেলায় ১৪০ পিচ ইয়াবা সহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস নোটে জানানো হয়, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি আব্দুলপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৪০পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা হলো, উপজেলার একই ইউনিয়নের সোনাপুর টিয়াকাঠি পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে পলাশ, বালিয়াদিঘী কলোনী পাড়ার মৃত হযরত আলীর ছেলে ইউসুফ আলী, মৃত মনিরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন এবং সোনাপুর গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে একরামুল হক। র‌্যাব জানায়, এবিষয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।