শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা

শিবগঞ্জে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করায় একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দানিয়ালপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। সন্ধ্যায় তিনি জানান, কৃষিজমি কেটে পুকুর খনন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি খননের অভিযোগে ঘটনাস্থলে উক্ত অবৈধ কাজের সঙ্গে জড়িত নাহিদ ইসলাম নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।