শাহ নেয়ামতুল্লাহ কলেজের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে শাহ নেয়ামতুল্লাহ কলেজের লিজকৃত জমির ওপর দিয়ে রাস্তা অধিগ্রহণ ও গণশুনানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপিও দেয়া হয়েছে। আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শাহ নেয়ামতুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন, প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, ফারহাত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, কলেজ শিক্ষার্থী আবু বক্কর, নওয়াব শরীফ মারুফ, উৎস আসেফসহ অন্যরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে রাস্তা নির্মাণের জন্য কলেজের লিজপ্রাপ্ত জমি অধিগ্রহণ এবং ঘোষিত গণশুনানি আগামীকাল বাতিলের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, ১৯৭৯ সালের ১৩ জুলাই প্রতিষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজ দীর্ঘ চার দশক ধরে এ অঞ্চলের শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। তৎকালীন মহকুমা প্রশাসকের অনুমোদনে মহারাজপুর ও হুজরাপুর মৌজায় মোট ৫.৫০৪৯ একর জমি কলেজের নামে ৩০ বছরের জন্য লিজ দেয়া হয়, যা পরবর্তীতে নবায়নের শর্তে আরো দুই দফা (৩০+৩০ বছর) নবায়নের অধিকার কলেজ কর্তৃপক্ষ অর্জন করে। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও ৬টি অনার্স কোর্সসহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এ প্রতিষ্ঠানে বিজ্ঞান ভবন, আইসিটি ভবন, অডিটোরিয়াম, হোস্টেল, মসজিদসহ আধুনিক অবকাঠামো গড়ে উঠেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বরোড সংলগ্ন কলেজের উত্তর পাশ দিয়ে বেলেপুকুরমুখী সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা সরাসরি কলেজের লিজপ্রাপ্ত জমির মধ্য দিয়ে যাবে। এতে কলেজের মূল অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহ, আইসিটি ভবন, অডিটোরিয়াম ও হোস্টেলসহ অবকাঠামোগত কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।